ভারতে এশিয়া কাপ খেলবে না পাকিস্তান


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২২ অক্টোবর ২০১৫

ভারতে অন্ধদের নিয়ে আয়োজিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অন্ধ ক্রিকেট দল। নিরাপত্তার কারণে আগামী জানুয়ারিতে টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সাঈদ সুলতান শাহ।

প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে ক্রিকেট অঙ্গনেও। ডিসেম্বরে দু`দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনিশ্চয়তার মাঝে ব্লাইন্ড ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট অংশ না নেয়ার ঘোষণা দেয় পাকিস্তান।

পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সাঈদ সুলতান শাহ জানান, চলমান পরিস্থিতিতে ভারতে, পাকিস্তানের অন্ধ ক্রিকেটাররা নিরাপদ নয় বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।