আজকের সাধারণ জ্ঞান : ২২ অক্টোবর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিশ্বের বিখ্যাত জলপ্রপাত’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : আপার ইয়োসিমাইট জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ক্যালিফোর্নিয়া।
২. প্রশ্ন : আপার ইয়োসিমাইট জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ৪৩৫ মিটার।
৩. প্রশ্ন : কিং জর্জ জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : গায়ানা।
৪. প্রশ্ন : কিং জর্জ জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ৪৩৫ মিটার।
৫. প্রশ্ন : গ্যাভার্নি জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ফ্রান্স।
৬. প্রশ্ন : গ্যাভার্নি জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ৪২১ মিটার।
৭. প্রশ্ন : তুগেলা জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।
৮. প্রশ্ন : তুগেলা জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ৪১০ মিটার।
৯. প্রশ্ন : ভিটিসফোস জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : নরওয়ে।
১০. প্রশ্ন : ভিটিসফোস জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ৩৬৬ মিটার।
১১. প্রশ্ন : স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : সুইজারল্যান্ড।
১২. প্রশ্ন : স্টবাক জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ৩০০ মিটার।
১৩. প্রশ্ন : মিডল কাসকেড জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ক্যালিফোর্নিয়া।
১৪. প্রশ্ন : মিডল কাসকেড জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ২৭৭ মিটার।
১৫. প্রশ্ন : গারসোপা জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : ভারত।
১৬. প্রশ্ন : গারসোপা জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ২৫৩ মিটার।
১৭. প্রশ্ন : নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৮. প্রশ্ন : নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতা কত?
উত্তর : ১৬৭ মিটার।
১৯. প্রশ্ন : বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর : অ্যাঞ্জেল।
২০. প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি?
উত্তর : নায়াগ্রা।
এসইউ/পিআর