গাজীপুরে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ


প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২১ অক্টোবর ২০১৫
অনুষ্ঠানে চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম

গাজীপুরে স্বেচ্ছাসেবী সংস্থা, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম আলম।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাদী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত জেলার ৬৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃগোষ্ঠী সম্প্রদাভুক্ত ২২৫ জনের মধ্যে ১১ লাখ ২৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে অসহায় দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য তিন লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আব্দুর রহমান আরমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।