শাহজালালে ৬০০ গ্রাম স্বর্ণ জব্দ


প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২১ অক্টোবর ২০১৫

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ তিন যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন আবু সেলিম (৫৭), দেলওয়ার হোসেন (৪২) ও ফিরোজ খান (৩৮)।

বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। বিমানবন্দর এপিবিএনের মুখপাত্র এএসপি তানজিনা আখতার জাগো নিউজকে জানান, বুধবার বিকেলে রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৪০ নম্বর ফ্লাইটে বিমান তিনজন যাত্রী ঢাকায় আসেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাদের আটক করে এপিবিএনের সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা বলে জানিয়েছে এপিবিএন।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।