বিদেশি হত্যা : শিগগিরই জড়িতদের আটক করা হবে


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২১ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আটক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক। বুধবার সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বিদেশি নাগরিক হত্যা মামলার তদন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে। অপরাধীদের আটক করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে অপরাধীদের ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এ কে এম শহিদুল হক বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। তারপরও যদি কোনো রকমের হুমকির তথ্য থাকে সেটা পুলিশকে জানালে ব্যবস্থা নেয়া হবে। তথ্য পেলে বিদেশি নাগরিকদের নিরাপত্তা আরো জোরদার করা হবে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের আশঙ্কার কথা পাওয়া যায়নি। সবাই নিরাপদ ও শঙ্কামুক্তভাবে পূজা উদযাপন করছেন।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।