করোনায় আটকে গেল ফুলশয্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ জুন ২০২০

লকডাউনের দীর্ঘ বাধা পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এক যুগল। কিন্তু বৌভাতের আগেই বাধ সাধল করোনা। বিয়ের পরদিনই রিপোর্ট এলো, বর করোনা পজিটিভ। ফলে অন্তত ১৪ দিনের জন্য আটকে গেছে তাদের ফুলশয্যা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নববিবাহিত ওই যুবক পেশায় হাওড়া সিটি পুলিশের দাশনগর থানার সিভিক ভলান্টিয়ার। কিছুদিন আগে ওই থানায় সবার করোনা টেস্ট করা হয়েছিল। কিন্তু তখনও আসেনি রিপোর্ট।

এর মধ্যেই পূর্বনির্ধারিত দিনক্ষণ মেনে গত মঙ্গলবার বিয়ে হয় ওই যুবকের। বিয়ের পরের দিনই রিপোর্টে দেখা যায় তার করোনা পজিটিভ। ফলে বৃহস্পতিবার বৌভাতের অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়। বরকে ভর্তি করা হয় স্থানীয় করোনা হাসপাতালে।

জানা গেছে, বিয়ের দিন অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন তার তালিকা করা হয়েছে। নববধূসহ তাদের সবাইকেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।