পূজা আর ছুটি : রাজধানীতে তীব্র যানজট


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২১ অক্টোবর ২০১৫

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং তিনদিনের ছুটিতে গ্রামের বাড়ি ফেরার হিড়িকে রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বুধবার দুপুর থেকে শুরু হওয়া যানজট সন্ধ্যার পর (সন্ধ্যা ৭টা) প্রকট রূপ ধারণ করেছে।
 
রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী পূজা এবং আগামী ৩ দিনের ছুটিতে গ্রামের বাড়ি ফেরার হিড়িকের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। রাজধানীর ইস্কাটন থেকে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সায়েম সাবু জানান, সন্ধ্যার পর থেকে রাজধানীর শাহবাগ, রূপসী বাংলা মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজারে যানবাহন চাপ অনেক বেড়ে গেছে।

শাহলালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মানিক মোহাম্মদ জানান, নাবিস্কো-মহাখালী বাস টার্মিনাল থেকে বনানী-কাকলী পর্যন্ত সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। সড়কগুলোতে ৪-৫ দফা সিগনালে বসে থাকার পর পার হতে পারছেন যাত্রীবাহী গাড়িগুলো।
 
সিদ্ধেশ্বরী পূজা মন্ডপ থেকে জাগো নিউজের ফটো সাংবাদিক বিপ্লব দীক্ষিত জানান,  একাধিক পূজা মন্ডপ থাকার কারণে রাজধানীর সিদ্ধেশ্বরীসহ রাজারবাগ, তাতী বাজার, লক্ষ্মীবাজার, ঢাকেশ্বরী এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
 
এছাড়া প্রতিবেদকেরা আরো জানান, তেজগাঁয়ের সাতরাস্তার থেকে মগবাজার হয়ে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি রামপুরা-বনশ্রীর যানজট মধ্য বাড্ডা হয়ে শাহজাদপুরের আমেরিকান দূতাবাস পর্যন্ত রয়েছে গাড়ি সারি।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাও ট্রাফিক জোনের কনস্টেবল আউয়াল জানান, বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনের ছুটির কারণে ঘরফেরা মানুষের চাপ বেড়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালী বাস টার্মিনালসব রাজধানীর বিভিন্ন এলাকায়।

রাজধানীর প্রতিটি থানায় সর্বনিম্ন ৬টি থেকে সর্বোচ্চ ১৫টি পূজা মন্ডপ রয়েছে। যানজটের অন্যতম কারণ হিসেবে পুজা মন্ডপের বাইরে গাড়ি পার্কিংকে দায়ী করছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আবু ইউছুফ জানান, পূজা মন্ডপ থাকার কারণে মন্ডপের আশেপাশে গাড়ি পার্কিং করা হচ্ছে। এ কারণে যানজট কিছুটা বেড়েছে। তবে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
 
এআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।