নাটোরে অপহৃত কলেজছাত্র রাজশাহী থেকে উদ্ধার
অপহরণের তিনদিন পর নাটোরের নাদিম মাহমুদ (১৭) নামে এক কলেজছাত্রকে উদ্ধার করেছে র্যাব-০৫।
মঙ্গলবার রাতে রাজশাহীর কাজলা গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী চক্রের একজনকে আটক করা হয়। আটক টিপু সুলতান অপু (২৪) রাজশাহীর চারঘাটের টাঙ্গন এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
র্যাব বাগমারা ক্যাম্প কমান্ডার জামাল আল নাসের জানান, গত রোববার নাটোর শহরের কান্দিভিটা এলাকার আবুল হাসেমের ছেলে কলেজ ছাত্র নাদিম মাহমুদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন রাতে অপহরণকারীরা নাদিমের বাবা আবুল হাশেমের মোবাইলে ফোন করে ৩ লাখ ৬০ হাজার টাকা দাবি করে। বিষয়টি আবুল হাশেম র্যাবকে অবগত করলে মোবাইল কলের সূত্র ধরে মাঠে নামে র্যাব কর্মকর্তারা। এসময় বিভিন্ন স্থানে তল্লাসি চালাতে থাকে র্যাব। অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার সন্ধ্যায় চোখ বেঁধে রাজশাহীর কাজলা গেট এলাকায় নাদিমকে ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে র্যাব কর্মকর্তারা নাদিমকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপহরণকারী দলের এক সদস্যকে আটক করা হয়। বাকি অপহরণকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
রেজাউল করিম রেজা/এমএএস