গাইবান্ধায় বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক অসুস্থ
কনের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের বর আবুল বাশার, কনে বিথীসহ শতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের উদ্ধার করে বুধবার সকালে পাশ্ববর্তী পলাশবাড়ি, পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজরামপুর গ্রামের তবারক আলীর মেয়ে বিথীর সঙ্গে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের তিলকপাড়ার আবু হোসেনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। ওইদিন বর আবুল বাশারের পক্ষে শতাধিক অতিথি বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি আসেন। দাওয়াত খাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে অতিথিরা যে যার বাড়িতে চলে যায়। পরে সন্ধ্যার পর থেকে বর, কনে, শিশু ও নারী-পুরুষের শুরু হয় পেটের পীড়া, বমি, পাতলা পায়খানা।
এ অবস্থায় অন্তত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মঙ্গলবার রাতে তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার সকালে অসুস্থদের মধ্যে অন্তত ৮০ জনকে পলাশবাড়ি, পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, কনের বাড়িতে কনে পক্ষের লোকজনও দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছেন। তাদেরও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতালের ভর্তিদের মধ্যে ১২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, বর আবুল বাশার, কনে বিথী, খুশি মিয়া, রব্বানী, রুপালী বেগম, হুসাইন, মোরশেদুল, আজাদুল, আবদুস সালাম, সবুজ, হাবিবুর, সেলিনা।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকতার আলম ডন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বরের বাড়িতে চিকিৎসার জন্য একটি টিম কাজ করছেন। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই পেটের পীড়া, বমি ও জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের অনেকে বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অমিত দাশ/এসএস/আরআইপি