নন-ক্যাডারদের পরীক্ষার প্রস্তুতি


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২১ অক্টোবর ২০১৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন নিবন্ধন পরিদফতরের ‘সাব-রেজিস্ট্রার’ পদে ৪৯ জন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সার্কেল অ্যাডজুটেন্ট’, ‘উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা’, ‘সহকারী অ্যাডজুটেন্ট’ পদে ২০৮ জনসহ মোট ২৫৭ জন নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করেছেন বা করবেন তাদের জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।
 
আবেদনের শেষ সময়
শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ সময় ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পরীক্ষার ধরন
উভয় পদের জন্য প্রথমে ১ ঘণ্টায় ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে। এতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১০০টি এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা বা প্রিলি না হলে প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবে। সাব-রেজিস্ট্রার পদে লিখিত পরীক্ষা হয় ৪০০ নম্বরে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকে। মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরে।

সার্কেল অ্যাডজুটেন্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সহকারী অ্যাডজুটেন্ট পদের লিখিত পরীক্ষার মোট নম্বর ২০০। বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান ৪০ এবং গণিত ও মানসিক দক্ষতায় থাকবে ৬০ নম্বর। এ ছাড়া মৌখিক পরীক্ষায় বরাদ্দ থাকবে ৫০ নম্বর।

এবার শুরু প্রস্তুতি
বাংলা: বাংলা সাহিত্য অংশে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম, জীবনী, ছদ্মনাম, বিখ্যাত চরিত্র, ঘটনা থেকে প্রশ্ন থাকে।

ব্যাকরণ অংশে প্রশ্ন আসে বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কারক-বিভক্তি, সমাস, পদপ্রকরণ, ধ্বনি, বর্ণ, ণত্ব ও ষত্ব বিধান, শুদ্ধ বানান, পারিভাষিক শব্দ, প্রকৃতি ও প্রত্যয় থেকে।

ইংরেজি: ইংরেজি সাহিত্য অংশে বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্ম, বিখ্যাত চরিত্র থেকে প্রশ্ন হয়।

গ্রামার অংশে Parts of Speech, Preposition, Right From of Verbs, Tense, Voice, Number, Completing Sentence, Synonyms, Antonyms, Correct Spelling, Phrase and Idioms ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

গণিত: পাটিগণিতে ঐকিক নিয়ম, অনুপাত, লসাগু ও গসাগু, লাভ-ক্ষতি, সুদকষা, শতকরা, ধারাবাহিক যোগফল, গড়, পরিমাপ, সময় নির্ণয়, ভগ্নাংশ থেকেই বেশি প্রশ্ন আসে।

বীজগণিত অংশে প্রশ্ন আসে বীজগণিতের রাশিমালা, লগ ও সূচক, বীজগাণিতিক সমাধান, বহুপদী ইত্যাদি থেকে।

জ্যামিতি অংশে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, গোলক, কৌণিকের বিভিন্ন সূত্র থেকে প্রশ্ন হয়।

সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে সাম্প্রতিক বিষয়ের ওপর প্রশ্ন হয়। এ ছাড়া বিভিন্ন সংস্থা, রাষ্ট্রপ্রধান, ভৌগোলিক অবস্থান, ভাষা, মুদ্রা, রাজধানী, রাজনৈতিক অবস্থান ও ঘটনা, অর্থনীতি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের নাম ইত্যাদি থেকে প্রশ্ন আসে। দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকেও এ অংশে প্রশ্ন হয়।
 
লিখিত ও মৌখিক পরীক্ষা
বাংলায় সাধারণত পত্রলিখন, ভাব-সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ, রচনা ইত্যাদি থাকবে।

ইংরেজির ক্ষেত্রে গ্রামার থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। সাধারণত Voice, Preposition, Right From of Verbs, Narration ইত্যাদি থেকে প্রশ্ন আসে।

গণিত অংশে সুদকষা, শতকরা, লাভ-ক্ষতি, পরিমাপ থেকে প্রশ্ন হয়। বীজগণিত এবং জ্যামিতি থেকেও প্রশ্ন হয়।

সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলি থেকে বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতির ওপর প্রশ্ন হয়। আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ, আন্তর্জাতিক অর্থনীতি এবং বিভিন্ন সংস্থার ওপর প্রশ্ন হয়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।