ব্রিসবেনে এলআরবি’র কনসার্ট অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২১ অক্টোবর ২০১৫
ফটো ক্রেডিট: বাপ্পী হোসাইন এবং মোহাম্মদ রাব্বানী।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (বিএবি) এর উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে সম্প্রতি অনুষ্টিত হয়েছে জাঁকজমকপূর্ণ কনসার্ট। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবি কনসার্টে পারফর্ম করে। হাজারো প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে প্রাণচঞ্চল্যকর হয়ে ওঠে কনসার্টটি।

ব্রিসবেনবাসীদের এক উপভোগ্য সঙ্গীত সন্ধ্যা উপহার দেন আইয়ুব বাচ্চু। গানের মূর্ছনায় উল্লাস প্রকাশ করেন প্রাবাসীরা।

বিএবি’র প্রেসিডেন্ট এ. কে. এম শাহীনুজ্জামান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করেন এবং অনুষ্ঠান শেষে সর্বোচ্চ টিকেট সংগ্রহকারীর হাতে এলআরবি’র পক্ষ থেকে এলআরবি’র লোগো সম্বলিত টিশার্ট তুলে দেন।

এতে অনলাইন টিকিটিং পার্টনার ছিল ‘ঢাকামেলা ডট কম’।

এআরএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]