ইরাক ও সিরিয়া থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করবে কানাডা
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অভিযান থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করে নিচ্ছে কানাডা। সোমবার দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
নির্বাচনের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে তিনি নিজের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন। ২০১৬ সালের মার্চ পর্যন্ত আকাশপথে আইএস এর বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে কানাডার যোদ্ধাদের অংশ নেওয়ার কথা ছিল।
এর আগে নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই ট্রুডো সিএফ-১৮ যুদ্ধ বিমান দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হবে সেবিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।
এসআইএস/পিআর