মিশরে পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে ধর্মনিরপেক্ষ জোট


প্রকাশিত: ০৫:২০ এএম, ২১ অক্টোবর ২০১৫

মিসরের বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে বাদ দিয়ে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারবিহীন এ নির্বাচনে জয়ের পথে রয়েছে ধর্মনিরপেক্ষ জোট। বেসরকারিভাবে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে। রোববার শুরু হওয়া নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলে টানা দুদিন। আগামী ২২ ও ২৩ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে। ২ ডিসেম্বর নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে। খবর এএফপির।

মিসরের দীর্ঘ বিলম্বিত এ পার্লামেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডকে বাদ দেয়ায় ভোটারদের উপস্থিতি একেবারেই কমে গেছে। দেশটির প্রধানমন্ত্রী শরিফ ইসমাঈল বলেন, প্রথম দিনে ১৫-১৬ শতাংশ ভোট পড়েছে। দেশটির ২৭ প্রদেশের ১৪টিতে ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ভোটার বাড়াতে অর্ধবেলা সরকারি ছুটি ঘোষণা করা হলেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি মেলেনি।

২০১৩ সালে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিসরের প্রধান এ বিরোধী দলটি কখনোই কর্তৃপক্ষের সুনজরে ছিল না। গতবছর আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সিসি মুসলিম ব্রাদারহুডের ওপর মারাত্মক দমন অভিযান শুরু করেন। ওই দমন অভিযানের সময় মুরসির কয়েক হাজার সমর্থক নিহত ও কারারুদ্ধ করা হয়।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।