ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ


প্রকাশিত: ০৪:০৫ এএম, ২১ অক্টোবর ২০১৫

ভারতের জাতীয় দলের ক্রিকেট তারকা অমিত মিশ্রের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে অশোক নগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।  

অভিযোগে বলা হয়, ভারতের জাতীয় ক্রিকেট দলের যখন বেঙ্গালুরুতে ক্যাম্প চলছিল, তখন হোটেলে অমিত মিশ্রের সঙ্গে দেখা করতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন মিশ্র মহিলার সঙ্গে খুবই বাজে ভাষা ব্যবহার করেন। এমনকি তার গায়ে হাতও তোলেন। দুদিন পর ওই মহিলা অমিত মিশ্রের বিরুদ্ধে অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অশোক নগর থানার একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, মিশ্র মহিলাকে ধাক্কা দিয়েছেন। আঙ্গুল মুচড়ে দিয়েছেন। এমন কী তাকে চায়ের কেটলি দিয়ে মারতে উদ্যত হয়েছেন। তার বিরুদ্ধে ৩৫৪ ধারা (নারী নির্যাতনের অপরাধ) মোতাবেক অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ডিসিপি সন্দীপ পাতিল বলেন, ঘটনাটি এক মাস আগে ঘটেছে। সেই থেকেই আমরা মামলাটির তদন্ত চালাচ্ছি। এ বিষয়ে অমিত মিশ্রের কাছে একটি নোটিশ পাঠিয়েছে। তাকে থানায় হাজিরা দিতে বলেছি। যাতে করে তার একটি বক্তব্য আমরা সংগ্রহ করতে পারি। তাকে আমরা এক সপ্তাহের সময় দিয়েছি।
 
পাতিল আরো বলেন, এই মামলায় অবশ্য দ্রুত গ্রেফতার করার বিধান রয়েছে। মিশ্রের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ৭ বছরের জেল হবে। আর সে কারণেই তার বিরুদ্ধে নোটিশ দিয়েছি।
 
উল্লেখ্য, অমিত মিশ্র বর্তমানে জাতীয় দলের সঙ্গে চেন্নাইতে রয়েছেন। ভারতের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।