২৪ অক্টোবর নীল রং ধারণ করবে পৃথিবী
আগামী ২৪ অক্টোবর (শনিবার) জাতিসংঘ দিবস।জাতিসংঘের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওই দিন নীল রং ধারণ করবে পৃথিবী। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস থেকে মিসরের গির্জা পিরামিড পর্যন্ত নীল রঙে একাকার হয়ে যাবে। শুক্রবার সূর্যাস্তের পর থেকেই শুরু হবে নীল বর্ণচ্ছটার উচ্ছ্বাস। জাতিসংঘের তথ্য ও গণযোগাযোগ সচিব ক্রিস্টিনা গালাক সোমবার এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, পৃথিবীর ২০০ গুরুত্বপূর্ণ প্রতীকী অবস্থান নীল রঙে রঞ্জিত করা হবে। ৬০টি দেশ এ দিবস উদযাপনে একমত হয়েছে।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্রের স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্যসংখ্যা ১৯৩। ১৯৪৮ সাল থেকে সদস্য দেশগুলোতে প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সাল থেকে সদস্য দেশগুলোকে এ দিনকে সরকারি ছুটি হিসেবে পালনের সুপারিশ করা হয়।
এ বছর জাতিসংঘের ৭০তম জন্ম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শক্তিশালী জাতিসংঘ, সুন্দর পৃথিবী’। জাতিসংঘের লেগো নীল রঙের। এবারের জন্মদিন পালনে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতর এম্পায়ার স্টেট ভবন নীল রঙে রূপান্তরিত হবে।
এছাড়া ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, রাশিয়ার হারমিটেজ জাদুঘর, জর্ডানের প্রাচীন প্রেত্রা নগরী, ইতালির লিনিং টাওয়ারও নীল রঙের আলোয় আলোকিত হবে।
জেডএইচ/পিআর