রাশিফল : ২১ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:৩৬ এএম, ২১ অক্টোবর ২০১৫

কর্কট : নিকট কোনো বন্ধুর কাছ থেকে আচমকা অর্থ পেতে পারেন। আর দিনের শেষে সৃজনশীল কাজের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ : অফিসে দীর্ঘদিনের মনোমালিন্য দূর করতে আপনিই অগ্রসর হোন। মনে রাখবেন অফিসে ব্যক্তিগত ইমোশন যত কম দেখাবেন ততই লাভ। আপনার গ্রহে শনির প্রভাবে প্রেমে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেবে।

মেষ : সকাল থেকেই কোন না কোনো কাজে ছুটোছুটি করতে হতে পারে। দিনের শেষে বেসরকারি চাকরিজীবীরা কোনো সুসংবাদ পেতে পারেন। আজ পিতার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে।

মিথুন : চারদিকে বিপদের হাতছানি, কোনটাতে আপনি আক্রান্ত হন তা আপনার কর্মকাণ্ডই বলে দেবে। পরিবারে বাবার সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝি আরও বাড়বে। তবে শঙ্কিত হওয়ার কিছু নেই, মানুষ দীর্ঘদিন চাকরি করার পর অবসরে গেলে অনেক খিটখিটে হয়ে যায়।

সিংহ : অফিস থেকে প্রশিক্ষণে আপনাকে ইউরোপের কোনো দেশে পাঠানো হতে পারে। তবে মনের মধ্যে ইউরোপে থেকে যাওয়ার যে গোপন ইচ্ছে লালন করছেন তা পরিত্যাগ করাই ভালো। কারণ মনে রাখবেন আপনি ইউরোপে যত ভালোই থাকেন না কেন, সেখানে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবেই সাব্যস্ত হবেন।

কন্যা : প্রেমিকার সঙ্গে অন্য কাউকে দেখেই প্রেমিক ধরে নেবেন না। আগে জানুন এরপর সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ হলেও কাঁথা-বালিশ নিয়ে যান। কারণ আপনার ভাগ্যে আজ পানিতে ভেজার সম্ভাবনা আছে।

তুলা : বিশ্বস্ত কেউ হলেই তবে নিজের পরিকল্পনার কথা ভাগাভাগি করুন। ফেসবুকে কারও সঙ্গে যোগাযোগ প্রেমের দিকে নিয়ে যেতে পারে। তবে সম্পর্কের আগে ভেবে দেখবেন ফেসবুকের মানুষ আর বাস্তবের মানুষ এক তো!

বৃশ্চিক : বুঝে শুনে পথ চলুন। অন্তত ম্যানহোলগুলোর দিকে তাকান। অতীত সর্বদাই যে মঙ্গলকর তা নয়।

ধনু : আপনার মাতমের গ্যাঁরাকলে কেউ ধারে কাছেও ঘেঁষতে চাইবে না। কারণ সবাই বোঝে যত গর্জে তত বর্ষে না। তাই সময় থাকতে ব্যক্তিত্ব পাল্টান এবং মানুষের মতো মানুষ হোন।

মীন : প্রতিদিন যদি বসের ধমক খেতে ভালো লাগে তবে আজও আলসেমিতে গা ভাসান। তবে মাসের শেষে বেতন তোলার সময় যদি বেতন কম পান তবে ভাববেন এটা আপনারই কৃতকর্মের ফল। তবে অন্যায্য কোনো কিছুই মেনে নেবেন না আশা করি।

মকর : সকাল সকাল নতুন কোনো কাজের অর্ডার পাবেন। আগে বুঝে নিন এরপর কাজে নামুন। বিশ্বাস আর সততা দিয়ে কাজ করলে সফলতা আসবেই, যদি না অন্য কেউ মামু-খালু কাজে লাগিয়ে আপনার আগেই মঞ্চে প্রবেশ করে।

কুম্ভ : আমরা প্রায়ই পারিবারিক সমস্যা থেকে পালিয়ে বাঁচতে চাই। কিন্তু পলায়নপরতা কোনো কাজের কথা নয়। যদিও আপনি মনে মনে পলায়নপরতার একটি সংজ্ঞা তৈরি করেছেন আপনার সুবিধার জন্য। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।