নারী শরীরে মহামায়ার আবির্ভাব


প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২০ অক্টোবর ২০১৫

মাস কয়েক হয়েছে, বডি পেইন্টিংয়ে বিশ্বের শ্রেষ্ঠ শিরোপা জিতেছেন। সপ্তাহখানেক হয়েছে তার শিল্পে মোহিত হয়েছেন ফুটবল সম্রাট পেলে। সনাতন দিন্দা নামে যেন সনাতনী বাস করেন। কয়েক দিন আগেও বলছিলেন, `আমার আর ভালো লাগছে না, নতুন কিছু করতে চাই।`

`সৃষ্টির সুখের উল্লাসে` শিল্পী আবারো তুলি ধরলেন নতুন সৃষ্টির জন্য। কোনো বিনির্মাণ নয়, নতুন সৃষ্টি। বডি পেইন্টিং করে নারী শরীরে মহামায়ার আবির্ভাব করালেন শিল্পী সনাতন দিন্দা।

এবার ক্যানভাসটা চেতলার মাঠ কিংবা নলিনী সরকার স্ট্রিটের গলি পথ নয়। ক্যানভাস যখন শরীর, তখন শরীরও কথা বলবে। আসলে যিনি কথা বলাচ্ছেন তিনি ভারতের সনাতন দিন্দা।

"
আরো একবার সৃষ্টি করলেন মহামায়াকে। শুধু ফরম্যাটটা বদলালেন। নারী শরীরেই নারী শক্তির আবির্ভাব। শিল্পী সনাতনের তুলিতে আসলে এটা কেবলই শিল্প নয়, `নারী শক্তির উদ্ভাবন`।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।