দুই গ্রুপে সংঘর্ষ : সিলেট জেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার
নগরীর টিলাগড়ে সংঘর্ষের জের ধরে সিলেট জেলা ছাত্রলীগের তিন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিবৃতিতে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী এবং সদস্য মিঠু তালুকদার। মঙ্গলবার রাতে এই তিন নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
এই তিনজনের নেতৃত্বে গত রোববার টিলাগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর উপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এই হামলার জের ধরে ওই রাতেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, শনিবার নির্মলেন্দু পালকে সভাপতি ও মাহিন নুর ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন করে জেলা ছাত্রলীগ। এ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা ওই কমিটি প্রত্যাখ্যান করে।
এই কমিটির গঠনে ক্ষুব্দ হন ছাত্রলীগ টিলাগড় গ্রুপের একাংশের নেতাকর্মীরা। কমিটির গঠনের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজসহ টিলাগড় এলাকায়ও। এর জের ধরে গত রোবববার রাতে টিলাগড় পয়েন্টে রায়হানের উপর হামলা চালায় ছাত্রলীগের একটি পক্ষ।
এরপর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। ক্যাম্পাসের উত্তেজনাকে ঘিরে দুপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা করে বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন অধ্যক্ষ শওকত হোসেন।
ছামির মাহমুদ/বিএ