অচিরেই দুই বিদেশি হত্যার রহস্য উন্মোচিত হবে : র্যাব মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ঢাকা এবং রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ। পাশাপাশি র্যাবও এই দুটি ঘটনার ছায়া তদন্ত করছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখুন। অচিরেই দুই বিদেশি হত্যার রহস্য উন্মোচিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরীর বিএম কলেজ রোডের শ্রী শ্রী শংকর মঠ পরিদর্শন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে মতবিনিময় শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বরিশালের পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ২০০৮ সালে দেশে পূজামণ্ডপের সংখ্যা ছিল ১৫ হাজারের বেশি, এ বছর সারাদেশে ২৮ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে এটাই প্রমাণ করে বর্তমান সরকারের নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্রমেই সু-সংহত হচ্ছে, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও এগিয়ে চলছে।
র্যাব মহাপরিচালক বেনজির বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে বাংলাদেশে যেকোনো ধর্মীয় উৎসব আন্তঃসম্প্রদায় মিলনমেলায় পরিণত হয়। এ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদাতৎপর রয়েছে।
সাইফ আমীন/বিএ