করোনায় এক বছর পিছিয়ে গেল জাতিসংঘের জলবায়ু সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৯ মে ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে পাকা এক বছর পিছিয়ে গেল জাতিসংঘের ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি২৬)। চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ এ সম্মেলন। কিন্তু মহামারির কারণে এটি এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিমন্ত্রী এবং জলবায়ু সম্মেলনের সভাপতি অলক শর্মা এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে তিনি জানান, সিওপি২৬০এর নতুন দিন নির্ধারিত হয়েছে। এটি ২০২১ সালের ১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জলবায়ু পর্যবেক্ষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্মেলন পিছিয়ে দেয়াকে যুক্তিযুক্ত বললেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিলম্বের ফলে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিভিন্ন দেশে সংবেদনশীল পদক্ষেপগুলোর বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।

করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় গ্লাসগো সম্মেলন পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছিল যুক্তরাজ্য। বিশাল এ সমাবেশ আয়োজনে আরও সময় প্রয়োজন জানিয়ে জাতিসংঘের জলবায়ু ফোরামে চিঠি দিয়েছিল তারা। এ আবেদন গ্রহণের পর বৃহস্পতিবার এতে অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।