অাইএস জঙ্গিরা ইরাকে ৫০ জনকে হত্যা করেছে


প্রকাশিত: ০৪:০৫ এএম, ০২ নভেম্বর ২০১৪

ইরাকের পশ্চিমাঞ্চলীয় অানবার প্রদেশের উপজাতি অধ্যষিত এলাকায় কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে কুখ্যাত ইসলামিক স্টেট (অাইএস) জঙ্গিরা। শনিবার দেশটির উপজাতীয় নেতারা এবং সরকারি কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।

উপজাতীয় নেতারা জানান, জঙ্গিরা ওই এলাকায় বসবাসরত অাল বু নিমর উপজাতির নারী, পুরুষ নির্বিশেষে সবাইকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।

চলতি সপ্তাহের শুরুতেই ওই এলাকায় একই উপজাতীয় লোকদের একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। তাদেরও অাইএস জঙ্গিরাই হত্যা করেছিল বলে জানা গেছে।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত তিন দিনে তুরস্ক সীমান্ত সংলগ্ন সিরিয়ার কৌশলগত কোবানি শহরে প্রচণ্ড সংঘর্ষে কমপক্ষে ১ হাজার অাইএস জঙ্গি নিহত হয়েছে।

শুধুমাত্র শুক্রবারেই কোবানি কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে মারা গেছে ৯৫০ জন। এর মধ্যে অধিকাংশই অাইএস জঙ্গি। এদিন তুরস্ক সীমান্ত পেরিয়ে ১৫০ জন ইরাকি কুর্দি পিসমিরগা যোদ্ধা সিরীয় দুর্দিদের সঙ্গে যোগ দিয়েছে। সূত্র: বিবিসি ও এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।