সিরিয়ায় রুশ বিমান হামলা : নিহত ৪৫
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রুশ বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। সোমবার সকালে লাতাকিয়া প্রদেশের জাবাল আল আকরাদ এলাকায় বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে, লাতাকিয়ায় রুশ বিমান থেকে বোমায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। বিমান হামলায় হতাহতদের মধ্যে পশ্চিমা বিশ্ব সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি বিদ্রোহীদের একজন নেতা ও বিদ্রোহীদের পরিবারের সদস্যরা রয়েছে।
এদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, রাশিয়ার বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকেই। তবে সোমবারের হামলার ব্যাপারে রাশিয়া বলছে, তারা ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০১২ সালে ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীগুলো লাতাকিয়া প্রদেশের জাবাল আল আকরাদ এলাকার নিয়ন্ত্রণ নেয়। সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে রুশ বিমান হামলা শুরুর পর থেকে আকরাদে বেশ কয়েকবার হামলা চালিয়েছে মস্কো।
এসআইএস/আরআইপি