ড্র ম্যাচে মুশফিকের অর্ধশত


প্রকাশিত: ১০:১৮ এএম, ২০ অক্টোবর ২০১৫

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে রাজশাহী ও  চট্টগ্রাম বিভাগের ম্যাচ ড্র হয়েছে। চতুর্থ দিনেও ম্যাচের তিন ইনিংস শেষ না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ড্র মেনে নেয় দুই দল।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন দুই উইকেট হারিয়ে ৯৭ রান নিয়ে ব্যাট করতে নামে রাজশাহী বিভাগ। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এদিন তার ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন। ২৫৮ বল মোকাবেলা করে ১৮টি চারের সাহায্যে ১০১ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এছাড়া ছয় নাম্বারের ব্যাট করতে নেমে অর্ধশতক করেন জাতীয় দলের সাদা জার্সির অধিনায়ক মুশফিকুর রহিম। ১০৪ বলে ৮টি চারের সাহায্যে ৫০ রান করেন তিনি। এই তারকা অর্ধশতক করার পর ড্র মেনে নেয় দুই দল। শেষ পর্যন্ত ছয় উইকেটে ২৭৩ রান করে রাজশাহী বিভাগ।

চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা ৫২ রানে দুটি উইকেট পান। এছাড়া ডলার মাহমুদ, মুমিনুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন ও ইফতেখার সাজ্জাদ একটি করে উইকেট পান।

প্রথম ইনিংসে ইফতেখার সাজ্জাদের বোলিং তোপে ২০৮ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫০ রান করে।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।