বরিশালে মৃৎ শিল্পীদের সম্মাননা প্রদান


প্রকাশিত: ১০:০১ এএম, ২০ অক্টোবর ২০১৫

বরিশালে প্রতিমা তৈরির পালদের নিয়ে ৭ম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মৃৎশিল্পীদের সম্মাননার পাশাপাশি বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

গণসংগীতশিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে নিসার হোসেন বলেন, শারদীয় দুর্গোৎসব হলো সার্বজনীন। সকল ধর্মের মানুষ এই উৎসবে অংশ নেয়। কিন্তু দেশে এখন সাম্প্রদায়িকতা মাথা চড়া দিয়ে উঠেছে। যারা ধর্মকে নিজেদের মত ব্যবহার করে সমাজে বিভেদ ও সংঘাতের সৃষ্টি করে। পাল সম্প্রদায় তথা আদি শিল্পের ধারকদের নিয়ে এই সম্মেলন ও তাদের সম্মানিত করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, সমাজ সেবক রাখাল চন্দ্র দে, শিল্পী সাইফুল হক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নাট্যজন সৈয়দ দুলালসহ অন্যরা।

পরে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পালদের সম্মাননার পাশাপাশি বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।