টেক ট্রেন্ড বিসিএলের ফাইনালে ডালেস থান্ডারস-প্রিয়বাংলা পেন্থার্স


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২০ অক্টোবর ২০১৫

টেক ট্রেন্ড গ্র্যান্ড স্পন্সরশীপ বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-২০১৫ ফাইনালে জায়গা করে নিয়েছে ডালেস থান্ডারস ও  প্রিয়বাংলা। সেমিফাইনালে প্রিয়বাংলা দুরন্ত টাইগারসকে ও ডালেস থান্ডারস হারান্ডন বেঙ্গল্সকে কোনরকম দাড়ানোর সুযোগ না দিয়েই ফাইনালে জায়গা করে নেয়।

শনিবার দিনের প্রথম খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে ডালেস থান্ডারস ২০ ওভারে ১৩৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে জুনায়েদের ব্যাট থেকে। এছাড়া নাজমুল ২০, সাকলাইন ১৩ ও বাধন ২২ রান করেন। হারান্ডন বেঙ্গলসের পক্ষে রতন, ফাতিন ও রিফাত ৩ টি করে উইকেট লাভ করেন।  

জবাবে ব্যাট করতে নেমে হারান্ডন বেঙ্গল্স ডালেস থান্ডারস এর বোলিং তোপে পড়ে।  প্রথম ৮ ওভারে মাত্র ২৭ করে তারা ৫ টি মূল্যবান উইকেট হারিয়ে বসে। মুর্শেদ(২৩) ও তুহিন(১৪) দুই অঙ্কের ঘরে পৌছলেও বাকিরা তেমন কিছু করতে না পারায় মাত্র ১৫.১ ওভারে ৭৩ রান এ অল আউট হয়ে হারান্ডন বেঙ্গল্সকে বিশাল হার নিয়ে মাঠ ত্যাগ করতে হয়। ডালেস থান্ডারস এর সহ-অধিনায়ক সাদাত তার চৌকস বোলিং দিয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে মূল্যবান তিনটি উইকেট লাভ করেন।

দিনের পরের খেলায় ভিক্টর, উজ্জল ও বরকত এর মারাত্মক বোলিংয়ে মাত্র ১৪.২ ওভারে ৪৬ রানে দুরন্ত টাইগারস অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১১.১ ওভারে ৩ উইকেট এর বিনিময়ে ৪৮ রান করে অতিসহজেই ফাইনালে পা রাখেন। দুরন্ত টাইগারস এর নায়ীম একাই ৩ উইকেট নিয়ে কিছুটা সাফল্য দেখান। বরকত ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট নেয়ায় সেরা খেলোয়াড় হন।    
 
আগামী শনিবার স্থানীয় সময় দুপুর ১২ টায় মেরিল্যান্ড এর লরেল ক্রিকেট গ্রাউন্ডে প্রিয়বাংলা ও ডালেস থান্ডারস  এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।