ব্যালন ডি`অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২০ অক্টোবর ২০১৫

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। আর সংক্ষিপ্ত এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্ব ফুটবলের ২৩ তারকা। তালিকায় বরাবরের মত স্থান পেয়েছেন সর্বশেষ সাতটি ব্যালন ডি’অর ভাগ করে নেয়া ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।    

২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে লা লিগার আসরে খেলা ১১ জন, ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ জন, বুন্দেসলিগার ৫ জন, লিগ ওয়ান এবং সিরি আ’র একজন করে খেলোয়াড় রয়েছেন।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সর্বোচ্চ ৬ জন রয়েছেন এ তালিকায়। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫ জন রয়েছেন। রিয়াল মাদ্রিদের রয়েছেন ৪ জন।
 
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন দলের কোচ ও অধিনায়কদের দ্বারা নির্বাচিত ৫৯ সদস্যের প্রাথমিক তালিকা ফিফার কাছে পাঠানো হয়। সেই তালিকা থেকে এবার  ২৩ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হল।

প্রকাশিত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা
সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি / আর্জেন্টিনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ / ওয়েলস), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ / ফ্রান্স), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি / বেলজিয়াম), ইডেন হ্যাজার্ড (চেলসি / বেলজিয়াম), জ্লাতান ইব্রাহিমোভিচ (পিএসজি / সুইডেন), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা / স্পেন), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ / জার্মানি), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ / পোল্যান্ড), মাশচেরানো (বার্সেলোনা / আর্জেন্টিনা), লিওনেল মেসি (বার্সেলোনা / আর্জেন্টিনা), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ / জার্মানি), ম্যানুয়েল ন্যুয়ের (বায়ার্ন মিউনিখ / জার্মানি), নেইমার (বার্সেলোনা / ব্রাজিল), পল পগবা (জুভেন্টাস / ফ্রান্স), ইভান রেকিটিক (বার্সেলোনা / ক্রোয়েশিয়া), আরিয়েন রোবেন (বায়ার্ন মিউনিখ / নেদারল্যান্ডস), জেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ / কলোমবিয়া), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ / পর্তুগাল), অ্যালেক্সিস সানচেজ (আর্সেনাল / চিলি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা / উরুগুয়ে), ইয়াইয়া তোরে (ম্যানচেস্টার সিটি / আইভরি কোস্ট), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ / চিলি)।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।