কুড়িগ্রামের ৪৯৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
দেবীর বোধনের মধ্যে দিয়ে আজ থেকে কুড়িগ্রাম জেলায় আনন্দ মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এ দুর্গোৎসবকে ঘিরে শহর ও গ্রামে সর্বত্র চলছে উৎসবের আমেজ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ জানান, এ বছর জেলায় ৪শ ৯৮টি পূজামণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে সদরে ৮০টি এবং সবচেয়ে বেশি রাজারহাটে ১শ ১১টি। প্রতিটি মণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫শ কেজি করে জিআর এর চাল দেয়া হয়েছে। পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় সম্প্রীতি ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। উৎসবের আনন্দকে সমুন্নত রাখার জন্যে পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদের টহল জোরদার করার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় নিরাপত্তাসহ সার্বিক দিক দেখভাল করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
নাজমুল হোসেন/এসএস/আরআইপি