করোনায় মৃতদের যেভাবে স্মরণ করল নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৪ মে ২০২০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাস। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা তুলে ধরতে অভিনব পন্থা অবলম্বণ করেছে দেশটির স্বনামধন্য পত্রিকা নিউইয়র্ক টাইমস।

রোববার দেশটির প্রথম পাতাজুড়ে করোনায় মৃত ১ হাজার মানুষের নাম প্রকাশ করা হয়েছে। প্রথম পাতায় বড় অক্ষরে শিরোনাম লেখা হয়েছে, ‘এক ধারণাতীত ক্ষতি, যুক্তরাষ্ট্রে মৃত প্রায় এক লাখ।’

পত্রিকার প্রথম পাতায় অন্য কোনো সংবাদ বা ছবি ছাপা হয়নি।। প্রথম পাতাসহ ভেতরের তিন পাতাজুড়ে এক হাজার মানুষের নাম প্রকাশ করা হয়েছে।

jagonews24

শিরোনামের বামপাশে নিচে লেখা হয়েছে, এগুলো কেবলই একটি নামের লিস্ট নয়, এগুলোতো আমাদেরকেই প্রকাশ করছে। তবে প্রকাশিত এই নামের তালিকা দেশটিতে মোট মৃতের তুলনায় কেবল ১ শতাংশ।

ওই তালিকায় প্রতিটি ব্যক্তির নামের সঙ্গে তাদের বয়স এবং কিছু স্মৃতিকথাও লেখা হয়েছে। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের ন্যাশনাল এডিটর মার্ক ল্যাসি বলেন, এই তালিকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর মাত্র এক শতাংশ।

তিনি বলেন, আমরা এমন একটা কিছু করতে চেয়েছিলাম যা ১০০ বছর পরেও মানুষের মনে থাকবে। সে সময়ও এটা দেখলে যেন মানুষ বুঝতে পারে যে, কী কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি আমরা।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।