ভোলায় পূজামণ্ডপ থেকে বোরকাপড়া যুবক আটক


প্রকাশিত: ০৯:০২ এএম, ২০ অক্টোবর ২০১৫

ভোলায় শারদীয় দুর্গাপূজা চলাকালে সোমবার রাতে শহরের অনুজ কাহালী মণ্ডপে অবস্থান নেয়া বোরখা পরে, নারীবেশ ধারণকারী এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক যুবকের নাম মো. সুমন (২২)। তার বাড়ি সদর উপজেলার বেপারী বাজার এলাকায়। তার বাবার নাম বাসু মেকার। রাত সাড়ে ১১টায় সুমন তার কয়েক সহযোগীসহ কাহালী পূজামণ্ডপ এলকায় অবস্থান নেন। এদিকে বোরকা পড়ে সুমনের অবস্থান নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জাগো নিউজকে জানান, নাশকতা করার উদ্দেশ্যে এমন অবস্থান কিনা তা দেখা হচ্ছে। তার সঙ্গীরা পালিয়ে যান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ জাগো নিউজকে জানান, এ ঘটনার পর পর প্রত্যেক মণ্ডপের উদযাপন কমিটিকে সর্তক করে দেয়া হয়েছে। দর্শক ও ভক্তদের ওপরও নজরদারি বাড়নো হয়েছে।  

অনুজ কাহালী দূর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জাগো নিউজকে জানান, সোমবার দুপুর থেকে বোরকা পরিহিত নারী বেশে সুমনকে সন্দেহজনক পুজা মণ্ডপের আশপাশে ঘুরতে দেখা যায়। এরপর রাতে সুমন, নারী দর্শনার্থীদের ভিড়ে প্রবেশ করলে বিষয়টি তাদের নজরে আসে। এসময় মণ্ডপের লোকজন তাকে ধরে এবং গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে জাগো নিউজকে জানান, নারী বেশে সুমন পরিকল্পিতভাবে অনুজ কাহালী দুর্গাপূজা মণ্ডপে প্রবেশ করেছে। সুমন সংঘবদ্ধ চক্রের সদস্য বলেও তিনি দাবি করেন।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জাগো নিউজকে জানান, আটক সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। তিনি সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে বলেও পুলিশ ধারণা করছে। তার কাছ থেকে শাড়ি, বোরকা, মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে নেয়া হয়।

অমিতাভ অপু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।