সিরাজগঞ্জে ৬ দফা দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২০ অক্টোবর ২০১৫

৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসন, মর্যাদা সমুন্নত রাখা, বেতন ভাতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর বাতিলসহ ৬ দফা দাবিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক অলোক কুমার সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. সালমা লাইজু, উপজেলা পপ কর্মকর্তা মাসুমা খাতুন, মেডিকেল কর্মকর্তা ডা. নিহার রঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, ৮ম জাতীয় স্কেলে বেতন বৈষম্য করা হয়েছে। যে কারণে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে স্বস্ব মন্ত্রণালয় স্ব সব ক্যাডার দ্বারা পরিচালিত করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে।

বক্তারা আরো বলেন, উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত সকলের একই পদমর্যাদা প্রদান করতে হবে। সেই সঙ্গে বেতন ভাতায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর বাতিল করতে হবে। এই সকল যৌক্তিক দাবি খুব শিগগিরই সরকারকে মেনে নেবার আহ্বান জানান বক্তারা।

বাদল ভৌমিক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।