সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর
মানবতাবিরোধী অপরাদের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন নির্ধারণ করেছে।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিদের পক্ষে খন্দকার মাহবুব হোসেন।
গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাকা ও মুজাহিদের আইনজীবীরা পৃথক দুটি রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন করেন। গত ১ অক্টোবর বেলা ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল আলম ঝিনুক পৃথক দুই মৃত্যু পরোয়ানা পাঠায় কারাগারে। এর আগে এই দুই আসামির আপিল মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করে বিচারিক আদালতে পাঠায়।
এফএইচ/আরএস