টাটা স্টিল যুক্তরাজ্যে ১২শ’ কর্মী ছাঁটাই করবে


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২০ অক্টোবর ২০১৫

যুক্তরাজ্যে ১২শ’ কর্মী ছাঁটাই করবে টাটা স্টিল। স্ক্যানথর্প আর লানার্কশায়ারের কারখানাগুলো থেকে এসব পদ বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসি।

চীন থেকে আসা সস্তা ইস্পাতের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে কোম্পানিটি জানিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইস্পাত শিল্পে যে ছাঁটাই শুরু হয়েছে, তারই সর্বশেষ উদাহরণ টাটা ইস্পাতের এই সিদ্ধান্ত।

অব্যাহত ক্ষতির মধ্যে যুক্তরাজ্যের কার্যক্রম সীমিত করে আনারও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় এই কোম্পানিটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, চীনা প্রেসিডেন্টের সফরের সময় তিনি সেদেশের সস্তা ইস্পাতের প্রসঙ্গটি তুলবেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।