ভারতে ১ জুন চালু হচ্ছে ২০০ ট্রেন, চলছে টিকিট বুকিং

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২১ মে ২০২০

ভারতে ২০০টি যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির রেলওয়ে। আগামী ১ জুন থেকে এসব ট্রেন চলবে। যদিও কিছু দিন আগে ৩০ জুন পর্যন্ত সব ট্রেনের টিকিট বাতিল করার ঘোষণা দিয়েছিল রেলওয়ে।

চালু হতে যাওয়া ট্রেনগুলোর টিকিট বুকিং শুরু হয়েছে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইটে এই বুকিং করা যাবে।

দেশটির রেলের জারি করা বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, সর্বাধিক ৩০ দিন আগে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তবে রেলযাত্রার ২ ঘণ্টা আগেও অনলাইনে টিকিট কাটা যাবে। আর স্টেশনে পৌঁছতে হবে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে। ট্রেনে ছাড়তে দেয়ার আগে সব যাত্রীর স্ক্রিনিং করা হবে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না। টিকিট নিশ্চিত থাকলেই ট্রেনে ওঠা যাবে।

করোনার সংক্রমণ থাকলে সম্পূর্ণ টিকিটের টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট যাত্রী। বাধ্যতামূলকভাবে যাত্রীদের মাস্ক পরতে হবে। ফোনে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। চাদর পাবেন না যাত্রীরা। স্টেশনে খোলা থাকবে ফুড স্টল। তবে প্যাকেটজাত খাবারই সরবরাহ করা হবে।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।