সিআইএ প্রধানের ইমেইল হ্যাক


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২০ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ প্রধান জন ব্রেন্যানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছে একজন স্কুলছাত্র, এরকম একটি অভিযোগ তদন্ত করতে শুরু করেছে সেদেশের কর্তৃপক্ষ। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হ্যাক করে পাওয়া তথ্য নিজের টুইটার অ্যাকাউন্টে তুলে দিয়েছে ছাত্রটি। তবে হ্যাকার স্কুলছাত্রের পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে অভিযুক্ত হ্যাকার ছাত্র বলেছে, ব্রেন্যানের ইমেইলে তিনি অফিস সংক্রান্ত নানা ফাইল দেখতে পেয়েছেন। তার মধ্যে উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা ছাড়পত্রের আবেদনও রয়েছে। ছাত্রটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন।

ছাত্রটির টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি বার্তায় বেশ কয়েকটি ফাইল যুক্ত করা হয়েছে, যেগুলো ব্রেন্যানের ফোন নাম্বারের তালিকা বলে সে দাবি করেছে। সেখানে জন ব্রেন্যান নামে একটি ফাইল রয়েছে, যেখানে টেলিফোন নম্বরের পাশাপাশি, ইমেইল ঠিকানা আর সামাজিক নিরাপত্তা নাম্বারও রয়েছে।

২০১৩ সাল থেকে সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জন ব্রেন্যান। এ ধরনের কোন ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত না করলেও সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি বা সিআইএ জানিয়েছে ঘটনাটির তদন্ত চলছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।