ক্রিকেট থেকে বিদায় নিলেন বীরেন্দ্র শেবাগ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের ড্যাশিং হিরো বীরেন্দ্র শেবাগ। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবসরের ঘোষণা দেন তিনি। ১০৪ টেস্টে তার রান ৮,৫৮৬। ২৫১টি একদিনের ম্যাচে করেছেন ৮,২৭৩ রান।
প্রায় আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। তবু ছিলেন ক্রিকেটেই। কিন্তু মহাষষ্ঠীর দিনই জানিয়ে দিলেন। অনকে হয়েছে। এবার অবসর। সতীর্থ জাহির খান মাত্র দু-চারদিন আগে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার সেই পথে হাটলেন বীরুও।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে শেবাগের সর্বোচ্চ রান ২১৯, টেস্টে ৩১৯। একদিনের ম্যাচে ৯৬টি উইকেটও রয়েছে। আজ ৩৭তম জন্মদিন পালন করতে যাওয়া শেবাগ ভারতের ব্যাটিং মহিরুহদের ভিড়েও নিজেকে আলাদা করে চিনিয়েছেন। টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের ট্রিপল সেঞ্চুরি মাত্র দুটি, দুটিই যে করেছেন তিনি।
২০১৩ সালের মার্চে আস্ট্রলিয়ার বিরুদ্ধে খেলেছেন শেষ টেস্ট। শেষ একদিনের ম্যাচ তারও আগে জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে। কী জানি ভারতীয় ক্রিকেট দলে হরভজন সিংও সুযোগ পেলেন। এখনো খেলছেন। আর বীরুকে জন্মদিনের আগের রাতে বলতে হলো, বিদায় ক্রিকেট!
বিএ