আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শুরু


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় দুই দিনব্যাপি আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শুরু হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ ফ্যালকন হলে এই সেমিনার শুরু হয়। এর উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

এবিষয়ে সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেমিনারটির মুলমন্ত্র, ‘ফ্লাইট সেফটি- এ গোল টু বি এটেইন্ড থ্রু প্রাকটিসিং সেফটি কালচার’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী ও বেবিচকের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উড্ডয়ন নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আবু এসরার বলেন, ‘উড্ডয়ন নিরাপত্তার বিষয়ে পেশাগত মান উন্নয়নের সুযোগ করে দেওয়ায় সকলকে ধন্যবাদ জানান। সেমিনাটির মাধ্যমে সামরিক ও বেসামরিক সংস্থার মধ্যে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় করে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, উড্ডয়ন নিরাপত্তা শুধু বিমান বাহিনীসমূহের সাথে সম্পর্কযুক্ত নয় বরং উড্ডয়নের সাথে সংশ্লিষ্ট যে কোনো সংস্থা এই অনুশীলনের মাধ্যমে উপকৃত হতে পারে। আমি আশা করছি এই সেমিনারে অংশগ্রহণকারীগণ পারস্পারিক অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বিমান উড্ডয়নের বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে পারবে।

সেমিনারে চীন, শ্রীলংকা, মায়ানমার, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, ফিলিপাইন, তুরস্ক, মিশর, কুয়েত এবং ওমান-এর সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।

এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।