একনজরে বিশ্ব সংবাদ : ১৯ মে ২০২০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৯ মে ২০২০

করোনাভাইরাসের কার্যকর ওষুধ আবিষ্কারের দাবি করেছেন চীনের একদল বিজ্ঞানী। তারা বলেছেন, তাদের ওষুধটি করোনা রোগীকে দ্রুত সময়ে সুস্থ করে তোলে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে দূরে রাখতে বিতর্কিত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যা প্রদেশের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় আম্ফান। বিশ্বের এমন পরিস্থিতিতে আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ নিয়েই জাগো নিউজ এর বিশেষ আয়োজন।

পাঠকদের জন্য আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিচে তুলে ধরা হলো:

jagonews24

করোনার কার্যকর ওষুধ আবিষ্কারের দাবি চীনা বিজ্ঞানীদের

চীনের একদল গবেষক করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা ৬০ জনের শরীর থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে একটি ওষুধ তৈরি করেছেন। মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে তৈরি হওয়া নিষ্ক্রিয় অ্যান্টিবডি ব্যবহার করে ওষুধটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চীনের বিখ্যাত পেকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা বলেছেন, এই ওষুধটি শুধুমাত্র সংক্রমিত রোগীদের সুস্থ হওয়ার সময়ই কমিয়ে আনে না, বরং কম সময়ে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলে

jagonews24

হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর হিসেবে প্রমাণিত না হলেও হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ সেবন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনাভাইরাসের জন্য তিনি অপ্রমাণিত ওষুধটি সেবন করছেন। ট্রাম্প বলেন, জনস্বাস্থ্য কর্মকর্তারা অনিরাপদ বলে সতর্ক করে দিলেও তিনি করোনাকে দূরে রাখতে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করে আসছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি সম্প্রতি ম্যালেরিয়ার এই ওষধুটি সেবন করতে শুরু করেছেন।

jagonews24

আম্ফানের নজিরবিহীন তাণ্ডবের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট শতাব্দির প্রথম প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন আম্ফান ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যা প্রদেশের দিকে আরও অগ্রসর হওয়ায় দেশটির আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। এ দুই রাজ্যে আম্ফানের নারকীয় তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা জানিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর বলছে, আম্ফান মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পারাদ্বীপের ওডিশা উপকূল থেকে প্রায় ৪৮০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দীঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পশ্চিমবঙ্গ এবং ওডিশ্যার দিকে সুপার সাইক্লোনটি দ্রুতগতিতে এগিয়ে আসায় বুধবার বিকেলের দিকে এ দুই প্রদেশে আছড়ে পড়তে পারে।

jagonews24

ভারতে লাখ ছাড়াল করোনায় আক্রান্ত, মৃত্যু ৩১৬৩

ভারতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৩৯ জন। এছাড়া দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ১৬৩ জন।

jagonews24

বানরের দেহে সফল হয়নি অক্সফোর্ডের ভ্যাকসিন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের তিন মাসের প্রচেষ্টায় তৈরি চ্যাডক্স১এনকোভ-১৯ নামে করোনার ভ্যাকসিনটি বানরের দেহে পরীক্ষায় সফল হয়নি। দীর্ঘদিন ধরেই এই ভ্যাকসিনটি নিয়ে আশা তৈরি হয়েছিল। কিন্তু বানরের দেহে এই ভ্যাকসিনটির পরীক্ষায় সফলতা মেলেনি বলে জানিয়েছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। নভেল করোনাভাইরাসের দুর্বল প্রজাতির একটি অংশ ও জিন ব্যবহার করে তৈরি করা হয় এই ভ্যাকসিন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।