গাজীপুরে ১২ টন পলিথিন জব্দ
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পরিবেশ অধিদফতর ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদফতর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই বাজারের আলি জেনারেল স্টোর এর গোডাউন থেকে ১২ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের বিসমিল্লাহ জেনারেল স্টোর থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, পরিদর্শক সাইফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এআরএ/