সরকার পূর্ণ বাকশাল কায়েম করতে চায় : হান্নান শাহ


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৯ অক্টোবর ২০১৫

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকার পূর্ণ বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশ্যে হান্নান শাহ বলেন, দিল্লি বহুদূর। বাকশালের কায়েমের চিন্তা বাদ দিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য দ্রুত নির্বাচন দিন।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের কিছু কর্তাব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছেন। বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা নতুন কিছু নয়। কারণ সরকার সব সময়ই মিথ্যাচার করে আসছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর লন্ডনে মা ও ছেলের দেখা হয়েছে। কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে কুৎসা রটাচ্ছে। যারা কুৎসা রটাচ্ছে তারা পাপী।

হান্নান শাহ বলেন, একদিকে সরকার জনগণের ভোটকে ভয় পায়। অন্যদিকে ভোটের মাধ্যমে জনগণ যখন নেতা নির্বাচন করে তখন বিরোধী শক্তির হলে তাকে সরিয়ে দেয়া হয়। গণতন্ত্রের কোনো সংজ্ঞাই এই সরকার মানে না বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে যারা মিথ্যাচার করেছে তাদের মুখে চুনকালী পড়বে বলেও জানান তিনি।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্রের দায়িত্ব থাকা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির মো. জসিম, ওলামা দলের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পদাক শাহ মো. নেছারুল হক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আলমগীর হোসেন, জসীম উদ্দিন প্রমূখ।  

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।