নওগাঁয় জেএমবি সদস্য গ্রেফতার


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০১৫

সারাদেশে সিরিজ বোমা হামলায় নওগাঁর মূল পরিকল্পনাকারী জেএমবি সদস্য আবুল কালাম আজাদকে (৬০) মান্দা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার উত্তর পাড়ইল গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ ওই গ্রামে হাজী ইসমাইল হোসেনের ছেলে। তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলা করে আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠন। একই দিনে নওগাঁ আদালত চত্বরেও বোমা হামলা করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় ইতোপূর্বেও নওগাঁর মূল পরিকল্পনাকারী জেএমবি সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, নিয়মিত থানায় হাজিরা দেয়ার কথা থাকলেও আবুল কালাম আজাদ থানায় হাজিরা দিতেন না। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আবারো আবুল কালাম আজাদের নেতৃত্বে জেএমবি সংগঠিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।

আব্বাস আলী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।