যুক্তরাষ্ট্রের এফ-২২ জঙ্গি বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৭ মে ২০২০

যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তিতে তৈরি একটি এফ-২২ স্টিলথ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

পাইলটের নাম প্রকাশ না করে জানানো হয়েছে, তিনি সামরিক ঘাঁটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

jagonews24

এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানায়, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায়নি, কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয়নি। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে বিবৃতিতে জানানো হয়।

সূত্র : পার্সটুডে

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।