মুন্সিগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৯ অক্টোবর ২০১৫

মুন্সিগঞ্জের মুক্তারপুরে একটি কারেন্ট জাল ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব। এ সময় কারখানার মালিক ছাত্তার মিয়াকে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল-মামুন এর নেতৃত্বে র‌্যাব-১১ এর নারায়াণগঞ্জের একটি টিম সরকার পাড়ার চঞ্চল ফিসিং নেইট কারখানায় এ অভিযান চালায়।

এ সময় জাল তৈরির ৩টি মেশিনসহ বিপুল পরিমাণ কাঁচামাল ও ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানার মালিককে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে কারখানাটিকে সিলগালা করে দেয়া হয় এবং ব্দকৃত কারেন্ট জাল ও জাল নির্মাণের কাঁচামাল নয়াগাওয়ের ধলেশ্বরী নদীর পাড়ে আগুন দিয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন ছাড়াও র‌্যাব-১১ এর সিপিসি ১ কালীবাজার কোম্পানির এএসপি শাহ শিবলী সাদী, এএসপি মশিউর রহমান, মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডা. অলিউর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাজাদা খসরু উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল-মামুন জানান, এই কারখানাটি দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন করে আসছিল। সোমবার গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও তার মলিককে আটক করা হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।