ভারতে কর্মহীন অভিবাসীদের দলে টানতে সক্রিয় মাওবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৬ মে ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে কাজ হারিয়ে ঘরে ফেরা অভিবাসী শ্রমিকদের দলে টানতে সক্রিয় হয়ে উঠেছে ভারতের মাওবাদী গোষ্ঠীগুলো। সম্প্রতি মধ্যপ্রদেশে তাদের আনাগোনা অনেক বেড়ে গেছে। গোয়েন্দারা এ বিষয়ে স্থানীয় পুলিশকে সতর্ক করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের বালাঘাট, মন্ডলা ও দিন্দোরি জেলায় ফিরে আসা বেকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মাওবাদীরা। এসব অঞ্চলের প্রত্যন্ত গ্রামে সংগঠনগুলোর শীর্ষ নেতাদের দেখা গেছে।

সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ তিনটি জেলায় গত কয়েকদিনে অন্তত দুই লাখ শ্রমিক ফিরে এসেছে। শুধু বালাঘাটেই ফিরেছে অন্তত ৯০ হাজার শ্রমিক। তাদের উদ্দেশ্য করে প্রত্যন্ত অঞ্চলে ঘাঁটি বসাচ্ছে মাওবাদীরা।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, মাওবাদীরা একেবারে সাধারণ পর্যায়ের কর্মী জোগাড়ের চেষ্টা করছে। কর্মহীন অনেক মানুষই পরিবার ও সন্তানদের কথা ভেবে তাদের ফাঁদে পা দিতে পরে বলেও আশঙ্কাপ্রকাশ করেন তিনি।

এদিকে, শুক্রবার বালাঘাটে মাওবাদীদের গুলিতে আহত হয়েছেন হক ফোর্সের এক জওয়ান। পুলিশ জানিয়েছে, উঁচু কোনও জায়গা থেকে তার ওপর গুলি চালানো হয়। এ কারণে হামলাকারীদের দেখা যায়নি। আহত জওয়ানের মুখে গুলি লেগেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।