জেফ বেজোসই হতে পারেন বিশ্বের প্রথম লক্ষ-কোটির মালিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৬ মে ২০২০

সম্প্রতি বিবাহবিচ্ছেদের জন্য ৩ হাজার ৮০০ কোটি ডলার খরচ হওয়া সত্ত্বেও অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদ বৃদ্ধি কমেনি। যে হারে তার অর্থবিত্তের পরিমাণ বাড়ছে তাতে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে তিনিই হতে চলেছেন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়ন ক্লাবের’ সদস্য।

৬২ বছর বয়সী বেজোস এখনও বিশ্বের শীর্ষ ধনী। গত পাঁচ বছর ধরে তার সম্পদ গড়ে প্রতি বছর ৩৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংস্থার বাণিজ্যিক পণ্যের তুলনাকারী সংস্থা ‘কম্প্যারিসান’।

তাদের হিসাবে, বেজোসের জায়গায় পৌঁছাতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের লেগে যাবে ২০২৬ সালের পরে আরও এক দশক। জুকারবার্গ বর্তমানে যে হারে আয় করছেন তাতে তার ট্রিলিয়নিয়ার হতে হতে বয়স দাঁড়াবে ৫১ বছর।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ এক লক্ষ কোটি ডলারে পৌঁছাতে সময় লাগবে ২০৩৩ সাল পর্যন্ত। সেই সময় ৭৫ বছর বয়সে ট্রিলিয়নিয়ার ক্লাবে পা রাখতে পারেন আম্বানি।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ২০৩০ সালে ট্রিলিয়নিয়ার হতে পারেন। সেই সময় তার বয়স হবে ৬৫ বছর।

উল্লেখ্য, এসব পূর্বাভাস দেয়া হয়েছে সংশ্লিষ্ট ধনকুবেরদের বর্তমান আয়বৃদ্ধির হারের ভিত্তিতে। এর সামান্য হেরফের হলেও লক্ষ-কোটি ডলারের মালিক হওয়ার বিষয়টিতেও পরিবর্তন অবশ্যম্ভাবী।

সূত্র: দ্য হিন্দু

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।