ইন্দোনেশিয়ায় দাবানলে ৭ ভ্রমণকারী নিহত


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৯ অক্টোবর ২০১৫

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি পর্বতে দাবানল ছড়িয়ে পড়ায় সাত ভ্রমণকারী নিহত ও দু’জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। সোমবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর- এএফপি`র।

স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা অগাং বলেন, রোববার ওই দুর্ঘটনার সময় গ্রুপটি মাউন্ট লাবুতে উঠছিল। এদের মধ্যে সাতজন নিহত ও অপর দু’জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধ দু’জনের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থাও আশংকাজনক। এ ঘটনায় নিহত ও দগ্ধ সকলকে পর্বত থেকে নিচে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরো বলেন, দাবানল ছড়িয়ে পড়া এলাকাটি পর্বতাহরণের কাছে অবস্থিত। এর আগে শুষ্ক আবহাওয়ার কারণে সেখানে দাবানলের ঘটনা ঘটে এবং এতে অনেকে প্রাণ হারায়। ধারণা করা হচ্ছে এসব ভ্রমণকারী পাহাড়ে ওঠার জন্য নির্ধারিত রুট ব্যবহার না করে অন্য রুট ব্যবহার করে থাকতে পারে।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, ভ্রমণকারীরা সেখানে ক্যাম্পফায়ার শুরু করলে সেখানে আগুনের সূত্রপাত হয় এবং সেখানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় মাসব্যাপী শুস্ক মৌসম চলাকালে সেখানে প্রায় দাবানলের ঘটনা ঘটছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।