মাগুরার মধুমতি নদীতে নৌকাবাইচ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০১ নভেম্বর ২০১৪

মাগুরার মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া ও গোপালপুর গ্রামবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ ভিড় করেন। প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর, নড়াইল ও গোপালগঞ্জ থেকে ৬টি নৌকা অংশ নেয়।


প্রতিযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা গ্রামের নাজির আহমেদের নৌকা বিজয়ী হয়েছে। দ্বিতীয় হয়েছে মহম্মদপুরের কবির হোসেনের নৌকা এবং তৃতীয় হয়েছে আলফাডাঙ্গার বারানখোলার নজরুল ইসলামের নৌকা।


বিজয়ীদের মাঝে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁন সিংহ পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আয়োজক কমিটির সভাপতি আইনউদ্দিন ফকির, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।