দৈনিক ভাতা বাড়ালো সাংবিধানিক পদধারীদের


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৯ অক্টোবর ২০১৫

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীদের বেতন বাড়ানোসহ সাংবিধানিক পদধারীদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে। সাংবিধানিক পদধারীদের দৈনিক ভাতা প্রায় ৩ গুণ বেড়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা, স্পিকারের দৈনিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা, ডেপুটি স্পিকারের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা, মন্ত্রীদের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা, প্রতিমন্ত্রীদের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা, উপ-মন্ত্রীদের ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা এবং সংসদ সদস্যদের আগের ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।