শেখ রাসেলের জন্মদিন পালিত


প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও অ্যডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বনানী কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন।

এদিকে শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষন প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম ও সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সাধারণ সম্পাদক মাহমুদুস সামাদ চৌধুরী এমপি প্রমুখ বক্তব্য রাখেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ আগে বেলা ১১টায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত ডাস এর সামনে কেক কাটে। এ সময়ে ছাত্রলীগের সভাপতি সাউফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমি আনন্দ শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ শোভাযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে শিশু একাডেমির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা টির নেতৃত্বে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ মিলাদ ও দোয়া মাহফিরের আয়োজন করে। সকাল ১০ টায় বনানী কবরস্থানে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

এছাড়াও বাংলাদেশ হকার্স লীগ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এম এ কাশেম।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।