দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে : রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদ সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গা উৎসব দেশব্যাপি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেছেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা এখন বাংলাদেশে একটি অভিন্ন উৎসবে পরিণত হয়েছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, বিভিন্ন ধর্মীয় উৎসব এখানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

সাক্ষাৎকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তাদের বিজয়া সম্মেলনে আমন্ত্রণ জানান।

দেশব্যাপি প্রায় ৩০ হাজার পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তারা রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা দেশব্যাপি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সরকারের গৃহীত নিরপত্তামূলক ব্যবস্থায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি উপস্থিত ছিলেন।

এসময় রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।