অবশেষে ভ্যাট দিতে হল ক্যাপ্রিকর্নসকে


প্রকাশিত: ১১:২৩ এএম, ১৮ অক্টোবর ২০১৫

জাগো নিউজে ভ্যাট ফাঁকি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর অবশেষে ভ্যাট জমা দিয়েছে ক্যাপ্রিকর্ন লিমিটেড। রোববার রাজধানীর সেগুনবাগিচা সার্কেলের রাজস্ব অফিসে গিয়ে ৫১ হাজার ৫০০ টাকা ভ্যাট প্রদান করে প্রতিষ্ঠানটি।
 
এর আগে, ১৩ অক্টোবর মঙ্গলবার ‘সরকারকে ভ্যাট দিচ্ছে না ক্যাপ্রিকর্নস লিমিটেড’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয় জাগো নিউজে। প্রতিবেদনে বলা হয়, ক্যাপ্রিকর্নসের মগবাজারের শাখায় গ্রাহক থেকে ১৫ শতাংশ ভ্যাট নেয়া হলেও তারা তা জমা দিচ্ছে না। ভ্যাট প্রদানের জন্য নিবন্ধন পর্যন্ত করেননি তারা।
 
তবে জাগো নিউজের প্রতিবেদন প্রকাশের পর সেগুনবাগিচা সার্কেলের রাজস্ব কর্মকর্তার নির্দেশে সেখানে ভ্যাট ইন্সপেক্টর পাঠিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়। অবশেষে রোববার তাদের ভ্যাট নিবন্ধন করে ৫১ হাজার ৫০০ টাকা ভ্যাট জমা দিয়েছে তারা।
 
বিষয়টি নিশ্চিত করে ঢাকার সেগুনবাগিচা সার্কেলের রাজস্ব কর্মকর্তা শাফায়াত হোসেন জাগো নিউজকে বলেন, ‘তারা ভ্যাট জমা নিয়েছে। সরকারের রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখার জন্য জাগো নিউজকে অসংখ্য ধন্যবাদ।’
 
এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।